সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় গণ অধিকার পরিষদের পৌর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ফিতা কেটে সোনাতলা ফাজিল মাদ্রাসা মোড়ে অফিসটির উদ্বোধন করেন গণ অধিকার পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ, বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম সেতু, সহ-সভাপতি নার্গিস খাতুন, ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক ও সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক শাহারুল ইসলাম
লাজু, বগুড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মিনহাজুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক ইসরাফিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল মাসুদ, সোনাতলা পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক শাহ শওকত কবীর, উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলাম, সোনাতলা সদর ইউনিয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।