বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং (সোনাতলা-সারিয়াকান্দি) বগুড়া-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. রবিউল হোসেন রবি সোনাতলা উপজেলায় দুইদিনব্যাপী গণসংযোগ ও ৩১ দফা বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন। প্রথম দিনে তিনি পাকুল্লা ইউনিয়ন কৃষকদলের সদ্যপ্রয়াত সভাপতি মো. জাহিদুল ইসলাম সরকারের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে জোড়গাছা ইউনিয়নের কাশিয়াবাড়ীতে দুর্গাপূজার বিজয়া দশমীর পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। সারাদিন তিনি পাকুল্লা, তেকানী-চুকাইনগর ও মধুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। দ্বিতীয় দিনে তিনি রানিরপাড়া, নাপিতবাড়ি, গড়ফতেপুর, বড়বাজার, বাসস্ট্যান্ড,
বোচারপুকুর, বালুয়াহাট, কূর্পুর ও মহিচরণ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে রবিউল হোসেন রবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, “দেশবিরোধী শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। পাশাপাশি ধর্মকে ব্যবহার করে অপতৎপরতা চালানো হচ্ছে—এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।” তিনি আসন্ন জাতীয় নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। কৃষকদল নেতা রবিউল হোসেন রবি জানান, সোনাতলায় এ ধরনের গণসংযোগ কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।