বগুড়ার খবর
সোনাতলায় ওএমএস দোকান ঘরের উদ্বোধন

নুরে আলম সিদ্দিকী সবুজ

বগুড়ার সোনাতলা পৌরসভার ৮নং ওয়ার্ডে সরকারি উদ্যোগে ওএমএস (ওপেন মার্কেট সেল) দোকান ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ওএমএস দোকান ঘরের উদ্বোধন করেন সোনাতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ সায়েদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-খাদ্য পরিদর্শক উম্মে হাবিবা, হরিখালী খাদ্য গুদাম কর্মকর্তা আবু সাঈদ, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোনায়ারুল ইসলাম বিটু, বিএনপি নেতা এমদাদুল হক টুকু, আব্দুল হাদি, আব্দুল হক, রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী সাধারণ মানুষ।



