বগুড়ার খবরশিক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানালো ম্যাথ পয়েন্ট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়া’র সোনাতলায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানিয়েছে ম্যাথ পয়েন্ট। শনিবার সকালে স্থানীয় ভোজনশালায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ম্যাথ পয়েন্ট এর পরিচালক পীতম ঘোষ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সোনাতলা প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজল, বগুড়া বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা থিয়েটারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিমন আহম্মেদ বাদল ও শিক্ষক শেখ শফিক। অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, ফুল ও উপহার তুলে দেন। পরে শিক্ষার্থীরা সাংস্কতিক অনুষ্ঠান ও প্রীতিভোজে মিলিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন তাসলিমা আকতার।