সোনাতলায় একজনের স্কীমের ড্রেন অপর স্কীম মালিকের জোরপূর্বক ব্যবহারের চেষ্টা : থানায় অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে একজনের স্কীমের পানি সেচের ড্রেন অপর স্কীম মালিক জোরপূর্বক ব্যবহারের চেষ্টা করায় থানায় অভিযোগ করেন মোঃ মহিদুল ইসলাম। তিনি অভিযোগে উল্লেখ করেন যে,আমার চাচা সাহেব আলী দীর্ঘদিন ধরে তার স্যালোমেশিন দিয়ে জমিতে পানি সেচ দিয়ে আসছিল। তিনি মারা যাওয়ার পর আমি স্যালো মেশিন দিয়ে দুই বছর ধরে স্কীমটি চালাই। একই বাড়ির মৃত মোতাহার বেপারীর ছেলে মোঃ আব্দুল বাকী আমার স্কীমের মধ্যের দুটি ড্রেন এবারে জোরপূর্বক ব্যবহারের জন্য চেষ্টা করেন। এনিয়ে ঝগড়া-বিবাদ হয়েছে। আমি তাদের দুর্ব্যবহারে মনোক্ষুন্ন হয়ে আমার তৈরি করা ড্রেন কয়েক দিন আগে বন্ধ করেছি। এতে মোঃ আব্দুল বাকিসহ তার পক্ষের লোকজন আমাকে মামলায় জড়ানো,অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এর জের ধরে তারা আমার এক চাচাকে মারপিট করতে চায়। এছাড়া আমার এক ছোট ভাই আব্দুল বাকীর উঠানের ওপর দিয়ে অটো ভ্যান নিয়ে যাতায়াত করতে বাঁধা দেয়। এসব ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে বলে আমি এ আশঙ্কায় থানায় অভিযোগ করেছি। এদিকে প্রতিপক্ষের আব্দুল বাকী জানান আমাদের জমিতে পানি দিতে হলে মহিদুল ইসলামের ড্রেন দিয়ে পানি সেচ দিতে হবে। কিন্তু আমাদের প্রতি ঈর্শান্বিত হয়ে মহিদুল ইসলাম গত কয়েক দিন আগে পানি সেচের ড্রেন বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমাদের দু’পক্ষের মধ্যে ইতোমধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। ফলে বাধ্য হয়ে আমি থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে সোনাতলা থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে বলে থানার এসআই শামীম জানান।