বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি

বর্ণিল গ্রাফিতিতে সোনাতলার দেয়াল রাঙাচ্ছে শিক্ষার্থীরা

শিমন আহম্মেদ বাদল

বর্ণিল গ্রাফিতিতে সোনাতলার দেয়াল রাঙাচ্ছে শিক্ষার্থীরা। গ্রাফিতিতে ফুটে উঠছে এই জনপদের শিল্প-সংস্কৃতি। সোনাতলার দেয়ালগুলোকে গ্রাফিতিতে রাঙাতে এখন ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। নতুন সমাজ বিনির্মাণে শিল্পবোধের এমন কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
পরিবর্তিত সময়ে সোনাতলায় গ্রাফিতির মূল কারিগর হিসেবে কাজ করছে রিমন বাবু লিনাদ, নিয়ামুল হাসান বাঁধন,রবিউল ইসলাম সাকিল,ফারাহ্ দিবা, আলী হাসান সোহাগ, ইয়াসমিন রিম্পি, মাসুম, রিয়াদ, আরমান, মিকদাদ, ময়নুল, সাকিব, মনিরা, সাফিয়া, আফরিনা, তমা, রিক্তা, জয়া, মলি এবং রিমন, ইব্রাহিম, লিজা, সামিয়া, প্রমি, তন্বী, রিমা ও রওহানসহ আরও কিছু শিক্ষার্থী।
নতুন বাংলাদেশ তথা নতুন সোনাতলা বিনির্মানে এমন কর্মকা- অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনাতলার শিক্ষার্থীরা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button