স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকালে সোনাতলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘেœ ও সুন্দরভাবে উদযাপনে সনাতনধর্মাবলম্বীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ রওশন কবীর, বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প কমা-ারের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ শফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসান হাবীব রাজা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, পল্লী বিদ্যুতের ডিজিএম, বীর মুক্তিযোদ্ধা
শাহাজুল ইসলাম গাজী, তাজুল ইসলাম, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সেলিম রেজা বাবলা, পৌর জামায়াতের আমীর অ্যাড. জাহিদুল ইসলাম, গণ অধিকার পরিষদের সোনাতলা উপজেলা কমিটির আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, পৌর যুবদলের আহ্বায়ক হারুন অর রশীদ হারুন, সোনাতলা প্রেসক্লাবের (একাংশ) সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ স্বর্ণকার, সদস্য সচিব মৃনাল কুমার ঘোষ।