সোনাতলায় উত্তর করমজা শান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা

শিমন আহম্মেদ বাদল
বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর করমজা গ্রামে শান্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় জামালপুর, চান্দাইকোনা,সারিয়াকান্দি,মাদারগঞ্জ জেলার ১৬ টি প্রতিযোগী দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় ১০ সহস্রাধিক নারী ও পুরুষ দর্শনার্থী মনোমুগ্ধকর এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দর্শন করেন। খেলা শেষে শরিফুল ইসলাম আকন্দের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পাকুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত। প্রথম স্থান অধিকারী মাদারগঞ্জের আব্দুল খালেক, দ্বিতীয় স্থান অধিকারী মাদারগঞ্জের জহুরুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকারী চান্দাইকোনার সোহেলকে পুরস্কার হিসেবে টেরিভিশন তুলে দেন প্রধান অতিথি জুলফিকার রহমান শান্ত। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে প্রধম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কার হিসেবে মোবাইল ফোন প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক ঠিকাদার শরিফুল ইসলাম,পৃষ্ঠপোষক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অডিটর আহসান হাবীব জনি, আবু তারেক,সমাজসেবক নাদিম হোসেন মুন্সি,সফট্ওয়ার ইঞ্জিনিয়ার হাসিবুজ্জামান রুবেল মুন্সি, অবসরপ্রাপ্ত ব্যাংক কমকর্তা তারাজুল ইসলাম তারা। উপস্থিত ছিলেন মিনারুল ইসলাম, পিন্টু আকন্দ, তাহের মাস্টার, মামুন দেওয়ান, তুর্য্য ও সাদ্দাম প্রমূখ। খেলা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ বাউল সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।