সোনাতলায় আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
রোববার সকালে সোনাতলার গড়ফতেপুর গ্রামে বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পাঁচ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সরকারি নাজির আখতার কলেজ গেটে ওষুধী বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের উদ্যোগে ও ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশ এর ব্যবস্থাপনায় এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ইকবাল কবির লেমনের সভাপতিত্বে ও ফ্রী ভলান্টিয়ার্স অব বাংলাদেশের চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদলের সঞ্চালনায় বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ও কর্মসূচির উদ্বোধন করেন কবি ও লালন গবেষক ড. আজাদুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আহসান হাবীব। বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস’র চেয়ারম্যান ছাইফুল ইসলাম ও সাংবাদিক সাজেদুর আবেদীন শান্ত।