সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
শনিবার (০১-০২-২৫) বগুড়ার সোনাতলায় আন নূর সায়েন্টিফিক মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিজ্ঞান মেলা, পুস্তক প্রদর্শনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আন নূর সায়েন্টিফিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ গোলাম রব্বানী রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন
চুয়াডাঙ্গা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, মাসুদ হজ্ব ট্রাভেলস্ এর স্বত্ত্বাধিকারি হাফেজ মোঃ মাসুদুর রহমান মাদানী, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সাংবাদিক মিনাজুল ইসলাম, আন নূর সায়েন্টিফিক মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. মোঃ শামিম আহম্মেদ, হিসাবরক্ষক শেখ সাকিল। অনুষ্ঠানে মেডিকেল কলেজে প্রতিষ্ঠানটির সাবেক দুই শিক্ষার্থী ভর্তির সুযোগ পাওয়ায় তাদের পুরস্কৃত করা হয়।