স্টাফ রিপোর্টার
সোনাতলায় আন-নুর সায়েন্টিফিক মাদরাসার ২০২৬ শিক্ষা বর্ষের ভর্তি উপলক্ষে, ১৯/১২/২৫ তারিখ, বিকাল ৩টায়, মাদরাসা ক্লাসরুমে ভর্তি পরীক্ষা এবং ২০/১২/২৫ তারিখ বিকাল ৪টায় ফলাফল প্রকাশ করা হয়। যা তাদের নোটিশ বোর্ড এবং মাদরাসার ফেসবুক পেইজে দেওয়া হয়েছে। বগুড়া জেলার, সোনাতলা উপজেলা সদরে অবস্থিত, সাড়া জাগানো এক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "আন-নুর সায়েন্টিফিক মাদরাসা"। যেখানে অন্যান্য স্কুল-মাদরাসা শিক্ষার্থী ভর্তি নিতে, প্রতিযোগীতা করছে, সেখানে ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে
হলে, ভর্তি পরীক্ষা দিতে হয়। নির্ধারিত আসনের বাহিরে এখানে ভর্তি করান না। ফলে প্রতি বছর ভর্তিতে এখানে এক ধরনের চাপ থাকে। প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, `আমরা কোয়ানটিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী। এখানে প্রতিটি শ্রেণিতে ৩০ জন শিক্ষার্থীর বেশি শিক্ষার্থী নেওয়া হয় না। তাই আসন ফাকা থাকা সাপেক্ষে, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এই চাপ আগামিতে আরও বাড়বে বলে আমাদের বিশ্বাস।'