বগুড়ার খবর
সোনাতলায় আন-নুর সায়েন্টিফিক মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার

গত ২২/০১/২৬ তারিখ, সকাল ১০টায় সোনাতলা আন-নুর সায়েন্টিফিক মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মাদরাসার নিজস্ব উদ্যোগে প্রতিবছরের ন্যায়, এবছরও, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে নিয়ে, সাত দিন ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন মাদরাসার চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী রোমান। “এসো মিলি প্রাঙ্গনে, খেলি-গাই উল্লাসে” এই স্লোগানকে এবারের প্রতিপাদ্য করা হয়।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য, লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলামের অংশ হিসেবে, সব সময়ই এই প্রতিষ্ঠানে নানা আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিক আয়োজন এটি। সাতদিনব্যাপী প্রতিবছর এই আয়োজনে থাকে, সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের জন্য বিভিন্ন খেলাধুলার প্রতিযোগীতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।



