বগুড়ার খবর
সোনাতলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ চা দোকানীঃ সহায়তা প্রত্যাশা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
আকস্মিক ঝড়ের তা-বে উপার্জনের একমাত্র উপার্জনের মাধ্যম চায়ের দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় ভেঙে গেছে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সিচারপাড়া গ্রামের খোরশেদ আলমের স্বপ্ন। গত ১৪ সেপ্টেম্বর দুপুরে আকস্মিক ঝড়ে একটি বড় রেইনট্রি গাছ ভেঙে পড়ে খোরশেদের চায়ের দোকানের উপর। এতে কেউ হতাহত না হলেও একবারে মাটির সাথে মিশে যায় আনুষাঙ্গিক জিনিসপত্রসহ খোরশেদের চায়ের দোকান, ক্ষতি হয় প্রায় ৫০ হাজার টাকার। আয় রোজগারের একমাত্র অবলম্বন চায়ের দোকান ঝড়ে ক্ষতিগ্রস্থ হওয়ায় বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে খোরশেদ আলম। এমন আবস্থায় তিনি সহায়তা প্রত্যাশা করেছেন সমাজের বিত্তবানদের কাছে।