বগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি
সোনাতলায় অমর একুশে বইমেলায় কবি জামিল উদ্দিন’র কাব্যগ্রন্থ গিরিনন্দিনী’র মোড়ক উন্মোচন

ইকবাল কবির লেমন
বগুড়ার সোনাতলায় তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার প্রথম দিন বুধবার সন্ধ্যায় মেলা মঞ্চে (বঙ্গবন্ধু চত্বর) কবি জামিল উদ্দিন এর কাব্যগ্রন্থ ‘গিরিনন্দিনী’র মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় উপস্থিত ছিলেন অমর একুশে বইমেলা কমিটির আহ্বায়ক ও সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, সংসদ সদস্যপুত্র সাখাওয়াত হোসেন সজল, থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, অমর একুশে বইমেলা কমিটির সদস্য এম এম মেহেরুল ও ‘গিরিনন্দিনী’র লেখক জামিল উদ্দিন। বইটি বাংলা একাডেমী’র অমর একুশে বইমেলা ও সোনাতলায় অমর একুশে বইমেলার স্টলে পাওয়া যাচ্ছে।