নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া সোনাতলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ১৩ মে সোমবার সকালে উপজেলা খাদ্য গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ এবং মনিটরিং কমিটির সভাপতি স্বীকৃতি প্রামানিক। এবার উপজেলায় সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান-৬৭৫ মেট্রিক টন ও চাল ২৫৬০ মেট্রিক টন। যার প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ টাকা এবং ধান ৩৬ টাকা। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ মোঃ শাহেদুর রহমান, উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা জালাল উদ্দিন সর্দার, হরিখালী খাদ্য গুডাম কর্মকর্তা আবু সাঈদ, চালকল মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পুটু, বগুড়া জেলা চালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহফুজুল করিম টফি, ধান চাল ডিলার সালাউদ্দিন পল্লব, মন্ডল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী তাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে আজাদ এগ্রো মিলের চাল নিয়ে সংগ্রহের উদ্বোধন করেন।