সোনাতলায় অগ্নিনির্বাপণে মুজতাহিদ উদ্ভাবিত পদ্ধতির মহড়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলা উপজেলার তরুণ উদ্ভাবক মুজতাহিদুল ইসলাম উদ্ভাবিত স্বল্প ব্যয়ের পরিবেশবান্ধব অগ্নি নির্বাপণ পদ্ধতির মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে সোনাতলা উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে তরুণ উদ্ভাবক মুজতাহিদুল ইসলাম বলেন, আমি ছোটবেলা থেকেই নানা উদ্ভাবনী কাজে যুক্ত। কয়েকবছর আগে ঢাকার চুড়িহট্টে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা আমি সামনে থেকে প্রত্যক্ষ করেছি। তখন থেকেই আমি বিষয়টি নিয়ে কাজ করছি। স্বল্পখরচে উদ্ভাবিত আমার এই তরল কেমিকেলটি আগুন নির্বাপণে বিশেষত, আগুনের বিরুদ্ধে শক্তিশালী নিরাপদ দেয়াল নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভয়াবহ দাবানলের বিরুদ্ধেও এই কেমিকেল শতভাগ কার্যকরী ভূমিকা রাখবে। যদি সরকার এটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি দেয় তাহলে সকলেই অল্প অর্থে নিরাপদে পরিবেশবান্ধব এই কেমিকেল বাড়িতে রেখে প্রয়োজন অনুযায়ী অগ্নিনির্বাপণ করতে পারবে।