নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় অগভীর নলকূপের বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে কৃষক ছালজার রহমান (৬৪) এর মৃত্যু হয়েছে। ৪ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিযনের কামালেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছালজার রহমান
ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা থানার সাব ইন্সপেক্টর আব্দুল হাকিম। তিনি প্রাথমিক সুরতহাল প্রস্তুত করেন। মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।