নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনে করতোয়া, দোলনচাঁপা ও লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে শিক্ষক-ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে সান্তাহার থেকে ছেড়ে আসা ৭১৩ আন্তঃনগর করতোয়া ট্রেন, ৭৬৮ দোলনচাঁপা ট্রেন ও ৭৫১ লালমনি এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয় ছাত্র-জনতা। মানববন্ধনে যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, ইউপি সদস্য রবিউল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ এলাকায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কলেজ, হাট-বাজার ও অসংখ্য এনজিও অফিস, শিল্প-কারখানা চাতাল, ইটভাটা,
পাট ক্রয়কেন্দ্র রয়েছে। এখানকার অনেক চাকরিজীবী বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন এলাকায় জীবন-জীবিকার তাগিদে যোগাযোগ রক্ষা করে চলে। এ স্টেশনে এক্সপ্রেস ট্রেনগুলোর যাত্রাবিরতি দিলে উপকৃত হবে কয়েক হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গতি আসবে দেশের অর্থনীতিতে। এ সময় যৌক্তিক দাবি সংবলিত স্মারকলিপি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পরিচালক সৌরভ হোসেনের হাতে প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের পরিচালক সাখাওয়াত হোসেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। তিনটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে সৈয়দ আহম্মেদ স্টেশনে কর্মসূচি চলাকালে ট্রেনের যাত্রীদের ভোগান্তি কমাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।