সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষায় অংশগ্রহণ করে ৮শ’ ২৪ জন শিক্ষার্থী। বুধবার (০২
জুন) সকালে পরীক্ষা পরিদর্শন করেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইনচার্জ) মোঃ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক নাজমীন সুলতানা ও অফিস সহকারী মহসীন আলী।