আন্তর্জাতিকবগুড়ার খবরশিল্প-সাহিত্য-সংস্কৃতি

সুপিন বর্মন’র “আ লেটার অব পোস্টমাস্টার” নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

নেপাল ফিল্ম অ্যান্ড কালচারাল একাডেমির আয়োজনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত ১৪ মার্চ জাঁকজমকভাবে শুরু হয়েছে ৭ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ । জাঁকজমকপূর্ণ এই উৎসবের পর্দা নামবে ১৮ মার্চ । ৫ দিনব্যাপি নেপালের মর্যাদাপূর্ণ এই আসরে বগুড়া থেকে অংশ নিয়েছে নির্মাতা সুপিন বর্মনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ আ লেটার অব পোস্টমাস্টার ‘ ।
আয়োজক সংগঠনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুসন্ধানে জানা যায় ৬ ক্যাটাগরীতে ৪০ দেশের মোট ৮৮টি সিনেমা অংশ নিচ্ছে এইবার। প্রতিযোগিতামূলক বর্ণিল এই উৎসবে বাংলাদেশ থেকে সুপিন বর্মনের চলচ্চিত্রটি আজ ১৬ মার্চ উৎসবের তৃতীয় দিন সকাল ১১টায় রাজধানীর থামেল কিউএফএক্স ছায়া সেন্টার এবং পাঠানের কিউএফএক্স লাবিম মলে সকাল ১১টায় ‘ইন্টারন্যাশনাল শর্টস ’ বিভাগে প্রদর্শিত হবে। নির্মাতা সুপিন বর্মন জানান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’র কেন্দ্রিয় চরিত্র রতনকে কেন্দ্র করে নিরীক্ষাধর্মী এক মনস্তাত্ত্বিক গল্প নিয়ে নির্মিত হয়েছে “আ লেটার অব পোস্টমাস্টার’ । এর আগে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প “পোস্টমাস্টার” নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যা ২০১৮ সালে প্রথম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিলো এবং দুটি চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কারও পেয়েছিলেন’। তারই ধারাবাহিকতায় ৪বছর পর তিনি নির্মাণ করেন “আ লেটার অব পোস্টমাস্টার “। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি বলেন নেপালের সবচেয়ে বড় উৎসব এটি, খুবই যত্ন নিয়ে আয়োজন করা হয় উৎসবটির। মর্যাদাপূর্ণ এ উৎসবে অংশগ্রহণ করতে পারায় তিনি দারুন উচ্ছ্বসিত। বগুড়ায় নির্মিত সুপিন বর্মনের এ চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়া মোহন্ত, বিধান রায়, শাফায়াত আনান, সাদেকুর রহমান সুজন, মিজানুর রহমান, খলিলুর রহমান চৌধুরী, শাহাদাত হোসেন, উৎপল দত্ত, রবিউল ইসলাম প্রমুখ।চিত্রগ্রহণ করেছেন আর আই লিপসন, সম্পাদনা করেছেন আকতারুল আলম তিনু। গত ২০ ফেব্রুয়ারিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় আ লেটার অব পোস্টমাস্টার। নির্মাতা সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শায়লা রহমান তিথির” জয় বাংলা” এবং আরাফাত মহসিনের ” এভরিথিং ইজ নাথিং ” নামে আরও দুটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এবার উৎসবের জুরি প্রধান হিসেবে থাকছেন চীনের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফেই সিয়েহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button