‘সুজন’ সোনাতলা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক আব্দুর রাজ্জাকের উপর হামলার নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি
গত ০৪ ডিসেম্বর (০৪-১২-২৪) আনুমানিক বেলা১১ টায় সোনাতলা থানা চত্বরে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ সোনাতলা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক , দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সাংবাদিক নুরে আলম সিদ্দিকী সবুজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনের উপস্থিতিতে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছে্ন। হামলাকারীরা সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত তাদের মোবাইল ফোন পর্যন্ত ছিনিয়ে নিয়েছে।
তাঁদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ সোনাতলা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এহেন ন্যাক্কারজনক হামলা ও ছিনতাই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দোষীদের থানা চত্বরে স্থাপিত সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।।