সিপিবি’র সমাবেশে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং ব্যবস্থার দাবি

সংবাদ বিজ্ঞপ্তি
৬ অক্টোবর রবিবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ সাতমাথা মুক্ত মঞ্চে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও কমরেড সাজেদুর রহমান ঝিলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হরি শংকর সাহা, সম্পাদক মন্ডলীর সদস্য সন্তোষ কুমার পাল, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, ক্ষেতমজুর নেতা শুভ শংকর গুহ রায় বাবুন, যুবনেতা সাইদুর রহমান পারভেজ, ছাত্রনেতা সাব্বির আহমেদ রাজ প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা ছাত্র – জনতাকে হত্যা করেছে, অবিলম্বে তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঋণ খেলাপী ও অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনতে হবে, বিদেশে পাচারের টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্হা গ্রহন করতে হবে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার ব্যবস্হা ও অস্ত্রবাজদের গ্রেফতার করতে হবে।
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচনের আয়োজন করতে হবে।
বক্তাগণ আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ এবং গ্রাম-শহরে রেশনিং ব্যাবস্থা চালু দ্রুত চালুর উদ্যোগ নিতে হবে। তাঁরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।