ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সোনাতলায় নাগরিক কমিটির মানববন্ধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক নিরীহ নারী-শিশুসহ বেসমারিক নাগরিক উপর বর্বরোচিত-নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সোমবার সকালে বগুড়ার সোনাতলায় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোনাতলা উপজেলা পরিষদ সড়কে, সোনালী ব্যাংকের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহেল আহমেদ খান ও সভাপতিম-লীর সদস্য, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা প্রেসক্লাবের একাংশের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সহকারী শিক্ষক রোকসানা বেগম, মোমিনুল ইসলাম মোমিন ও ছাত্র ইউনিয়ন নেতা জাহিদ।
বক্তারা ফিলিস্তিনের গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরাইলের গণহত্যা ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে তাঁরা ইসরাইলী গণহত্যা ও হামলা বন্ধে অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।