মাহমুদুল হাসান মুনজু , সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগন গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে। গতকাল শুক্রবার সারিয়াকান্দি পৌর এলাকা টিপুর মোড় সড়কে এ- দুর্ঘটনা ঘটে ।
জানাগেছে, জাবেদ আলী সকালে বাই সাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। সকল সাড়ে সাতটায় টিপুর মােড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।