সারা দেশে রচনা প্রতিযোগিতায় বগুড়ার মহসিনার শ্রেষ্ঠত্ব অর্জন


জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন মহসিনা ইসলাম। ‘ঘ’ গ্রুপ থেকে বাংলা রচনা প্রতিযোগিতায় দেশজুড়ে কয়েক হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।
মহসিনা ইসলাম বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মেধার এই লড়াইয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি তিনি ক্যাম্পাসের সাংস্কৃতিক ও বিতর্ক অঙ্গনেও বেশ পরিচিত মুখ; বর্তমানে তিনি আজিজুল হক ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বগুড়ার ব্যবসায়ী রফিকুল ইসলাম ও গৃহিণী হাছিনা আকতারের কন্যা মহসিনা এর আগেও ২০২৩ সালে একই ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম স্থান লাভ করেছিলেন। এবারের এই ডাবল হ্যাটট্রিক জয়ে আনন্দের জোয়ার বইছে তার পরিবার ও কলেজ প্রাঙ্গণে।
এবারের প্রতিযোগিতার অভিজ্ঞতা সম্পর্কে মহসিনা ইসলাম বলেন,
২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ ছিল বেশ রোমাঞ্চকর। সময় খুব সংক্ষিপ্ত হওয়ায় প্রতিযোগিতাটি বেশ কঠিন ছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমি আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছি। অনার্স জীবনের শেষ প্রান্তে এসে এই অর্জন আমার শিক্ষা জীবনকে সার্থক করে তুলেছে।
আরো পড়ুনঃ সারা দেশে আবৃত্তিতে তৃতীয় বগুড়ার মেয়ে তাহিয়া
সংশ্লিষ্টরা মনে করছেন, মহসিনার এই ধারাবাহিক সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং উত্তরবঙ্গের শিক্ষা ও মেধার আলোকবর্তিকা হিসেবে সরকারি আজিজুল হক কলেজের মানকেও অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জাতীয় পর্যায়ে রচনার মতো সৃজনশীল বিষয়ে দুবার প্রথম হওয়া তার গভীর মননশীলতা ও ভাষাজ্ঞানেরই বহিঃপ্রকাশ।




One Comment