আজ সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস। দিবসটি উপলক্ষে আজ বিকেল ৫ টায় ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলার সভাপতি শুভ শংকর গুহ রায়, ছাত্র ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ শাওন শওকত, সদস্য সুমন রানা প্রমুখ। আলোচনার শুরুতে
সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, "১৯৭৩ সালের এই দিনে ভিয়েতনামে মুক্তিকামী মানুষের ওপর চলমান মার্কিন বোমা হামলা এবং আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ভিয়েতনাম সংহতি দিবসে শহীদ হন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ইসলাম এবং মির্জা কাদেরুল ইসলাম। দূরপ্রাচ্যের ভিয়েতনামিরা যখন নাপাম বোমায় ক্ষত-বিক্ষত, হাজার মাইল দূরে থেকেও সে ক্ষতের বেদনা বুকে ধারণ করে, প্রতিবাদে শামিল হওয়ার মন্ত্র বৃথা হতে দেননি এ দুই মহানায়ক। লাঞ্ছনা, বঞ্চনা, অন্যায় আর শোষণ দলে মাথা উঁচু করে মৃত্যুই যে নবজীবনের গান রচনা করে তা তারা প্রমাণ করেছিলেন। তাদের সে আত্মত্যাগ এখনো প্রেরণা যোগাচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের।"