সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের ১,২ ও ৩ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শানতু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মানজুদুর রহমান (লানজু), যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান (সবুজ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ পাভেল আহম্মেদ,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর কৃষকদল নেতা প্রভাষক গোলাম রব্বানী নানা ভাই, প্রভাষক আব্দুল মতিন, আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম নাসির, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান জাকির, সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম।
কর্মী সম্মেলনের ১ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ফিটবাবুকে সভাপতি, শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, বকুল মন্ডলকে সাংগঠনিক সম্পাদক এবং ২ নং ওয়ার্ডে ইয়াছিন শেখকে সভাপতি, সাগর সরকারকে সাধারণ সম্পাদক ও রহিম শেখকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।