সান্তাহারে সাংবাদিক সাগর খানের কন্যার সাফল্য

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ থেকে মোবাসশিরা খানম চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডেের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন-এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মোবাসশিরা খানম উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের সাংবাদিক সাগর খান ও জেসমিন আক্তারের একমাত্র সন্তান। সাংবাদিক সাগর খান সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের পত্রিকা’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি।
মোবাসশিরা খানম ছোটো বেলা থেকেই অত্যন্ত মেধাবী। সান্তাহার ফুলকুঁড়ি কিন্ডার গার্টেন স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে এবং সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এরপর একই বিদ্যালয় থেকে মোবাসশিরা মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড অধীনে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সান্তাহার সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সফলতা কারণ জানতে চাইলে মোবাসশিরা বলে, আল্লাহ তাআলা’র অশেষ রহমত, পিতা-মাতার তত্ত্বাবধান, নিজের প্রাণপণ চেষ্টা, কলেজ এবং প্রাইভেট শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার এই সফলতা এসেছে বলে আমি মনে করি। তাকে নিয়ে পিতা-মাতার অনেক স্বপ্ন। ভবিষ্যতে সে একজন প্রকৌশলী হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
মেয়ের সফলতার বিষয়ে সাংবাদিক সাগর খান বলেন, শুরু থেকে আজ অবধি আমার মেয়ের সফলতার জন্য মহান আল্লাহ তাআলা’র অশেষ রহমত, তার নিজের প্রাণপণ চেষ্টা, প্রতিষ্ঠান এবং প্রাইভেট শিক্ষকদের অবদান অনশিকার্য। তাছাড়া পিতা-মাতা হিসেবে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছি।



