সরকারি নাজির আখতার কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

শিমন আহম্মেদ বাদল
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ৫ জুন দুপুরে বিশ্ব পরিবেশ দিবস -২০২৪ এর আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক এইচ.এম শহীদুল ইসলাম ।অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, মোঃ আব্দুস সবুর , মোঃ ইয়াকুব আলী প্রভাষক মোছাঃ কামরুন নাহার, মোঃ আবু সাঈদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মিলন ইসলাম ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষাথীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।