আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেইট সংলগ্ন স্বাধীনতা মঞ্চের পশ্চিম পার্শ্বে গতরাত এগারো ঘটিকার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রূপসা এক্সপ্রেস আন্তঃ নগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাস পাতাল মর্গে পাঠিয়েছে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত ঐ যুবক রেললাইন পারাপারের সময় দূর্ঘটনাটি ঘটে। এ বিষয় সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন,
গতকাল রাতে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গামী রূপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় সনাক্ত করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গত কাল রাত এগারো ঘটিকার সময় রূপসা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং পরিচয় সনাক্তের জন্য পিবিআই সহ পুলিশের কয়েকটি দল কাজ করছে।