সান্তাহারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার অন্তর্গত রাণীনগর রেল স্টেশন এলাকায় আজ সকালে ট্রেনে কাটা পড়ে বাবু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বাবু প্রামানিক (৬০) নওগাঁ জেলার সদর থানার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামাণিকের ছেলে।
আজ (১৬ আগস্ট) শনিবার সকাল সকাল নয় ঘটিকার সময় রাণীনগর রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ বাবু প্রামাণিক আজ সকালে রাণীনগর বাজারে যাওয়ায় জন্য বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে আট ঘটিকার সময় তিনি স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তার কিছুক্ষণ পর রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর রেল স্টেশন অতিক্রম করছিলো। এ সময় বৃদ্ধ বাবু রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাণী নগর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে আসলে বাবু নামে ওই বৃদ্ধ অসাবধানতাবসত রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়রা তাকে অনেক বার ডাকলে ও তিনি কর্ণপাত করেননি। যার ফলে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।