সান্তাহারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ বেলা সাড়ে এগারো ঘটিকায় সময় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
৫ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গণে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ।
এছাড়াও আ’লীগ নেতা জাহিদ আহসান পিয়াল, সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা জিআরএম শাহজাহান, সোলায়মান আলী, কাউন্সিলর নজরুল ইসলাম, তাছলিমা বেগম, শিক্ষক মাওলানা মির্জা আবুল কালাম আজাদ, মোমিনুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ, শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।