বগুড়ার খবর

সান্তাহারের বিশিষ্ট ব্যাবসায়ীর ইন্তেকাল

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মিশন স্কুল পাড়ার স্থায়ী বাসিন্দা বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান গতকাল বিকেল চার ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

নব্বই বছর বয়সী খলিলুর রহমান মৃত্যু কালে স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ দিন ধরে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

মরহুমের দ্বিতীয় পুত্র মাহবুব আলম বলেন, গত তিন আগে হঠাৎ করে হার্টের সমস্যা দেখা দিলে তৎক্ষনাৎ ডাক্তারের পরামর্শ মতে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল চার ঘটিকার সময় ইন্তেকাল করেন।

সান্তাহার সোনার বাংলা মার্কেটের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার ও গোলাম কিবরিয়া বলেন, আমাদের মার্কেটের শুরু লগ্নের ব্যাবসায়ী ছিলেন খলিলুর রহমান। এই মার্কেটে প্রায় তিন যুগ ধরে তিনি সুনাম ও সততার সাথে ব্যাবসা করে আসছেন। সোনার বাংলা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নিজাম উদ্দিন দেওয়ান বলেন, অত্র এলাকার সবচেয়ে পুরাতন ব্যাবসায়ী ছিলেন খলিলুর রহমান। সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ দিন ধরে ব্যাবসা করেছেন তিনি।

আজ (১৯ এপ্রিল) শুক্রবার বাদ জুমা সান্তাহার বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে খারির ব্রীজ সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button