সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. এম এ ওয়াজেদ মিয়ার জীবনাবসান

স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,গাইবান্ধা বারের প্রবীণ আইনজীবী অ্যাড. এম এ ওয়াজেদ মিয়া গত ১৭ জুন রাত ১০ টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজেউন)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এইচ এম কামরুল আহসান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব , কবি-লালন গবেষক ড. আজাদুর রহমানের স্ত্রী উম্মে সালমা লিনা আজাদের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাদুল্লাপুরের ইদুলপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অ্যাড. এম এ ওয়াজেদ মিয়ার জানাযায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।