শিবগঞ্জে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি
শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের যৌথ আয়োজনে তারুন্যের সমাবেশ শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অথিথি ছিলেন বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ- সভাপতি ও থানা বিএনপির সভাপতি অধ্যাক্ষ মীর শাহে আলম, জেলা স্বেচ্ছা সেবকদল সভাপতি সরকার মুকুল, জেলা যুবদল সাধারন সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাইদুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, যুবদল নেতা আহসান হাবিব মমি, আদিল শাহরিয়া গোর্কি,এস এম রাঙ্গা, আতিকুর রহমান রিমন। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সোহেল রানা, মাহাদী হাসান তমাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাছুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদল সভাপতি বিপুল রহমান, সাধাণ সম্পাদক মীর মুন, আলআমিন, সাদ্দাম হোসেন প্রমুখ।