জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দলের সকল পদ থেকে অব্যাহতি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলিম আহমেদ তুলিপকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ মুনির হোসেন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা
এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিষয়টি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, সেলিম আহমেদ তুলিপ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একজন দাপুটে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। এর আগে দলের পক্ষ থেকে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না পাওয়ায় শেষ পর্যন্ত দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।