জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ রাস্তাÑসবখানেই এখন ট্রাক্টরের অবাধ চলাচল। নিয়ন্ত্রণহীন গতিতে চলাচল করা এসব ট্রাক্টরের দাপটে প্রতিদিনই চরম ঝুঁকিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারেÑএই আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়নের কমবেশি সকল সড়কে দপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর। কৃষিকাজ ও মাটি-বালু পরিবহনের নামে এসব ট্রাক্টর চলাচল করছে অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। এগুলো ট্রাক্টরে নেই নম্বর প্লেট, নেই লাইট বা হর্ন। সকাল-বিকাল স্কুল-কলেজ চলাকালীন সময়েও বেপরোয়া গতিতে এসব ট্রাক্টর চলাচল করায় শিক্ষার্থীদের পারাপার হয়ে উঠছে দুঃসাধ্য। পথচারী ও যানবাহন চালকদের অভিযোগ, ট্রাক্টর চালকদের বড় একটি অংশের নেই বৈধ লাইসেন্স বা প্রশিক্ষণ। ফলে তারা ট্রাফিক আইন তোয়াক্কা না করেই সড়কে চলাচল করছে। বিশেষ করে বাজার এলাকা ও ব্যস্ত মোড়গুলোতে ট্রাক্টরের
দাপটে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট ও আতঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, “হঠাৎ করেই ট্রাক্টর চলে আসে। রাস্তা পার হওয়াই এখন সবচেয়ে বড় ভয়।” আরেক অভিভাবক জানান, “স্কুলে সন্তান পাঠাতে ভয় লাগে। কখন কী ঘটে বলা যায় না।” এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত ট্রাক্টর চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ, অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান এবং ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব অবৈধ পরিবহন মালিক সমিতির লোকজনকে ডাকা হবে। প্রথমে তাদের নোটিশে অবগত করা হবে। এতে বন্ধ না হলে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাঘাটার সড়কে যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল মনে করছেন।