সাঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণ

জয়নুল আবেদীন,সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় ৫ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। ধর্ষিত শিশু অসুস্থ্য অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এলাকাবাসি ও স্থানীয় থানা সূত্রে জানা যায়, ধর্ষিত শিশু কন্যা তার পিতা-মাতা ঢাকায় থাকার কারণে গোবিন্দপুর গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশুনা করে আসছে। সে প্রতিদিনের ন্যায় বুধবার অনুমান ২ ঘটিকার সময় স্কুল থেকে ফেরার পর নানা বাড়ির উঠানে খেলার সময় একই গ্রামের কিশোর ধর্ষক বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশ্ববর্তী ভুট্রা ক্ষেতের ভিতর ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই ধর্ষিত শিশু কন্যার চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত গিয়ে ঘটনাস্থল থেকে বিবস্ত্র অবস্থায় শিশুটিকে উদ্ধার করে এবং কিশোর ধর্ষককে হাতে নাতে ধরে স্থানীয় লোকজন শিশুর নানার বাড়িতে আটক করে রাখে। পরে সংবাদ পেয়ে ধর্ষকের স্বজনরা দলবদ্ধভাবে ওই বাড়িতে গিয়ে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারপিটসহ ধর্ষককে ছিনিয়ে নেয় এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকী প্রর্দশন করে চলে যায়। পরে ধর্ষিত শিশুকে অসুস্থ্ অবস্থায় প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে সেখান থেকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে ওই শিশু কন্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরদিন তার নানা বাদী হয়ে এব্যাপারে সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক এজাহার দায়ের কথা স্বীকার করে জানান, মামলা রুজুর প্রক্রিয়া চলমান। পাশাপাশি আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।