সারাদেশ

সাঘাটায় সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটায় সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
মাহমুদ হাসান রিপন এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষের সুরক্ষা তৈরি করতে সার্বজনীন পেনশান চালু করা হয়েছে।
তিনি বলেন,এক সময় শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য পেনশন প্রযোজ্য ছিলো। কিন্তু এখন এটি দেশের সকল মানুষের জন্য প্রযোজ্য করা হয়েছে। ১৮ থেকে ৫০ বছরের ও ক্ষেত্রবিশেষে তারও বেশি বয়সী বাংলাদেশী নাগরিকের জন্য এ স্কিম প্রনয়ণ ও চালু করা হয়েছে । এ বয়সসীমার মধ্যে সরকারী চাকুরি জীবি ব্যতিত যে কেউ এ পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার রুবেল প্রমুখ। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সরকারি ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button