সারাদেশ

সাঘাটায় সাব-রেজিষ্টার ও দলিল লেখকের শাস্তির দাবিতে মানববন্ধন

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের নশিরার পাড়া গ্রামে নবজ আলী ওরফে নবর আলী নামে মানষিক ভারসাম্যহীন (পাগল) প্রতিবন্ধীর (১ একর ৩৬ শতক) জমির সম্পাদিত জাল দলিল বাতিল ওই দলিল সম্পাদনের সাথে সংশ্লিষ্ট সাব-রেজিষ্টার, দলিল লেখক, স্বাক্ষী ও সনাক্তকারীসহ ৬ জনের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতি ও এলাকাবাসি গতকাল শনিবার সকাল ১১ টায় কামালের পাড়া বাজারে এ কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে ওয়ার্কাস পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার রুবেল, সাঘাটা উপজেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, ভুমিহীন নেতা যতিশ চন্দ্র, সমাজ সেবক আব্দুল মান্নান, জমি গ্রহিতার মা ফজিলাতুন্ননেছা, আইনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে গোপনে, দায়িত্বরত সাব-রেজিষ্টার,দলিল লেখক, স্বাক্ষী ও সনাক্তকারী সহ পরস্পর যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে হাফিজুর রহমানের নামে উক্ত জমি সম্পাদন করা হয়েছে। একজন অসহায় পাগলের জমি যোগসাজসে অবৈধ উপায়ে দলিল সম্পাদন করার মাধ্যমে সংশ্লিষ্টরা অমানবিক, ন্যাক্কারজনক ও জঘন্নতম ঘটনার উদ্ভব ঘটিয়েছে । এলাকাবাসি হিসেবে আমরা এর সঠিক প্রতিকার চাই । পাশাপাশি বক্তারা আরও বলেন, উক্ত জাল দলিল বাতিল ও দলিল সম্পাদনের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা একই দাবিতে বিক্ষোভ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button