জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবিনা (৩৫) নামের চার সন্তানের জননী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী। সাঘাটা–চিনিরপটল সড়কের ইদ্রিস মাস্টারের বাড়ির পাশের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুধবার বেলা আনুমানিক ১টার দিকে উপজেলার ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী সাবিনা ও
মোটরসাইকেল চালক আহত হয়। গুরুতর আহত অবস্থায় সাবিনা ও মোটরসাইকেল চালক এনজিওকর্মীকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। নিহত সাবিনা চিনিরপটল গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম শাহ আলম। এদিকে গুরুতর আহত মোটরসাইকেল চালক সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।