বগুড়ার খবর
নাশকতার মামলায় সোনাতলায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

নুরে আলম সিদ্দিকী সবুজ
নাশকতার মামলায় বগুড়ার সোনাতলায় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে সোনাতলা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনাতলা উপজেলার হাঁসরাজ গ্রামের মৃত দবির হোসেন মন্ডলের ছেলে, আওয়ামী লীগের কর্মী মোঃ মিজানুর রহমান মিঠু (৫০), সোনাতলা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী লালন (৪০) ও দিগদাইড় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আওয়ামী লীগ নেতা মোঃ মশিউর রহমান সেলিম (৪০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, ‘তাদেরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে।’