ক্রীড়াশিক্ষা

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে বিভাগীয় পর্যায়ে রানার্সআপ বগুড়া বালিকা দল

স্টাফ রিপোর্টার

৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে রাজশাহী বিভাগীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া জেলা  বালিকা দলের প্রতিনিধিত্বকারী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল। ২০ অক্টোবর রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায় , জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে অত্যন্ত দাপটের সঙ্গে খেলে সোনাতলার বাঘিনী দল খ্যাত বগুড়া জেলা বালিকা দলের প্রতিনিধিত্বকারী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল। দলটি বিভাগীয় পর্যায়ে ফাইনাল খেলায় চাপাইনবাবগঞ্জ জেলা বালিকা দলের নিকট টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হলেও  পূর্ববর্তী একটি খেলাতেও এ দলটির জালে প্রতিপক্ষ বল ঢুকাতে সক্ষম হয়নি।

বগুড়া জেলা  বালিকা দলের প্রতিনিধিত্বকারী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দলের সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানূরাগী রুহুল আমিন রঞ্জু, সহকারী শিক্ষক আকিদা খাতুন, সাংস্কৃতিক শিক্ষক উজ্জ্বল হোসেন খোকন, সহকারী শিক্ষক আইরিচ আক্তার প্রমূখ।
৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে রাজশাহী বিভাগীয় পর্যায়ে বগুড়া জেলা বালিকা ফুটবল দলের প্রতিনিধিত্বকারী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, অংশগ্রহণকারী সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল খেলোয়াড়, শিক্ষকমণ্ডলী, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইনচার্জ) আব্দুল হাই। তিনি রানার্সআপ হওয়ার বিজয়ের অর্জন বগুড়াবাসীর জন্য উৎসর্গ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button