সারাদেশ

সাঘাটায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চ্ত্বরে সকাল থেকে শুরু হয় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদু নবী টিটুল, উপজেলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপদেষ্টা এ্যাড.নাজমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিলন, যুবদলের যুগ্মসচিব মামুন কাদির সুমন সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সংকটময় মুহূর্তে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button