সারাদেশ

সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: বালু বোঝাই ট্রাক্টরে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও পরিবেশ

জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে বাণিজ্যিকভাবে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন শতাধিক ট্রাক্টর ও ট্রলি দিয়ে বিভিন্ন প্রকল্পে সরবরাহ করা হচ্ছে নদী থেকে তোলা বালু । এসব ভারী যানবাহনের চাপে গ্রামীণ সড়কগুলো একের পর এক ভেঙে যাচ্ছে, ধুলায় হাঁফাচ্ছে গ্রামীণ মানুষ। এতে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও নদীর ভারসাম্য।
সাঘাটার হলদিয়া ইউনিয়নের বেড়া এলাকায় যমুনা নদীর তীরে প্রতিদিন বালু বোঝাই ২৫টি ট্রাক্টর ও ট্রলি করে বিভিন্ন স্থানে যাচ্ছে। রাস্তায় ধুলো উড়ছে, ফেটে যাচ্ছে কাঁচা-পাকা পথ। এছাড়া নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন চলছে।
স্থানীয় কৃষক মতিয়ার রহমান বলেন, “রাস্তায় বালু বোঝাই গাড়ি চলে সারাদিন। এখন ফসল আনারও কষ্ট হয়, রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে গিয়ে মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর বুকে চলছে বালুর লুটপাট যমুনার বিভিন্ন পয়েন্টে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলন করছে। এসব বালু যমুনা নদী থেকে তোলা হয়, পরে বিক্রি করা হয় বিভিন্ন প্রকল্পে। অভিযোগ আছে কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নাম ভাঙিয়ে বালু ব্যবসায়ীদের সহায়তা করে যাচ্ছে।
এসব বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান স্থায়ী হচ্ছে না। সাঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কয়েক দফা অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করলেও কিছুদিন পরই আবার শুরু হয় তোলার কাজ।
পরিবেশবিদদের মতে, যমুনা নদী থেকে এভাবে নির্বিচারে বালু উত্তোলন নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করছে। নদীতীরের ভাঙন বেড়ে যাচ্ছে, কৃষিজমি বিলীন হচ্ছে। এতে স্থানীয় জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়েছে।
বেড়া গ্রামের জনমনে প্রশ্ন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে চলছে এই বালুর বাণিজ্য হয় ? সচেতন নাগরিকদের অভিযোগ, “এইভাবে ধারণক্ষমতার চেয়ে অধিক ভারী যানবাহন চলতে থাকলে ভবিষ্যতে গ্রামীণ রাস্তা থাকবে না। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা। যমুনা নদী থেকে বালু উত্তোলনের ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ্ তমাল বলেন, লোকেশনসহ বালু উত্তোলনকারীর নাম ঠিকানা পেলে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button