জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়িতে দোয়া মাহফিল,মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার পরিবেশন, এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও গরীব ভূমিহীন ব্যক্তিকে হজ্বের টিকিট প্রদান করা হয়েছে। আগামী দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ নাহিদুজ্জামান নিশাদ গত শুক্রবার বাদজুম্মা নিজ উদ্যোগে এসব অনুদান বিতরণ করেন। জানা যায়, ব্যারিষ্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে নাহিদুজ্জামান নিশাদ নিজের উদ্যোগে উপজেলার জুমারবাড়ী দারুল ইসলাম সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া শেষে চার শতাধিক ছাত্রদের মাঝে রান্না করা
খাবার পরিবেশন ও দুই শত এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের গরীব ভুমিহীন আজিজুল হক হজ্বে যাওয়ার আগ্রহ প্রকাশ করায় নিশাদ তাকে হজের টিকিট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, সাঘাটা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক আহমেদ কবির শাহীন প্রমুখ। এছাড়াও সাঘাটা উপজেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।