জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে করণীয় নির্ধারণে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে গাইবান্ধার সাঘাটায় বিএনপি'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মইন প্রধান লাবুর সঞ্চালনায় বক্তব্য
দেন, সাঘাটা-ফুলছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, আহম্মেদ কবির শাহীন, জসিউল করিম পলাশ, জিল্লুর রহমান, হারুন-উর রশীদ, নিজাম উদ্দীন, আনিছুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, জাহাঙ্গীর কবির জুয়েল, একে এম সোহেল রানা, জাহিদ হাসান শামীম প্রমুখ।