জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
নাশকতা মামলায় গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন - সাঘাটা উপজেলা উপজেলা আওয়ামী লীগের স্বাস্ব্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সুমন ও উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য শাহিনুর ইসলাম ছানা। হুমায়ুন কবির সুমনকে জুমারবাড়ী বাজার এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এবং ছানাকে বৃহস্পতিবার দিবাগত রাতে বোনারপাড়া ইউনিয়নের
ফুটানি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানায় বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকতা) সোহেল রানা। হুমায়ুন কবির সুমন জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর গ্রামের অমিনুল ইসলামের ছেলে এবং শাহিনুর ইসলাম ছানা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ফুটানি বাজার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।