জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটায় দমকা হাওয়া ও বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ আসা দমকা হাওয়ায় জমিতে পাকা ধান পড়ে গেছে মাটিতে। এতে ফলন বিপর্যায়ের শঙ্কায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। প্রায় সারা রাতভর এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে ব্যাপক ক্ষতি হয়। অনেক কৃষকের জমির ধান মাটিতে লুটিয়ে পড়ায় কাটার আগেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাঘাটা উপজেলার বোনারপাড়া, ঘুরিদহ, কামালেরপাড়া, ভরতখালী, জুমারবাড়ি ও কচুয়া,সাঘাটা,হলদিয়া, পদুমশহর ইউনিয়নের মাঠজুড়ে এখন হতাশার ছাপ। কৃষকরা বলছেন, ভালো ফলনের আশা ছিল, কিন্তু হঠাৎ দমকা হাওয়া সব নষ্ট করে দিয়েছে। ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের কৃষক রফিকুল
ইসলাম বলেন, “ধান কেবল আধাটাকা, এরই মধ্যে বাতাসে ১ বিঘা জমির ধান পড়ে গেছে। একই গ্রামের কৃষক হাবিজার রহমান তার ২ বিঘা জমির সম্পূর্ণ ধান মাটির সঙ্গে নুয়ে পড়েছে। এছাড়াও অনেক কৃষকের জমির ধান মটির সাঙ্গে নুয়ে পড়তে দেখা গেছে। কৃষকরা জানান এখন আশানুরূপ ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।” উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বৈরিআবহওয়ার কারণে কিছু জমির ধান মাটিতে পড়ে গেছে, এর পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি,তবে নিরুপনের জন্য উপ-সহকারী কর্মকর্তারা মাঠে কাজ করছেন। পাশাপাশি মাঠে পড়ে যাওয়া ধানগাছ বেধে খারা করারও পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। ধানগাছ খারা করা থাকলে তেমন ক্ষতি হবে না।