জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ জেলা সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ-এর উদ্যোগে উপজেলা বিএনপির আয়োজনে গতকাল রবিবার সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান
নিশাদ, থানা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সাবেক সভাপতি মাষ্টার আব্দুল্যা আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু সহ প্রমুখ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বিএনপির ৩১ দফার প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দর হাতে তুলে দেন।