সাঘাটায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার জুমার নামাজ আদায় শেষে সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করেছে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মো. মাহামুদুনবী টিটুল, সহ-সভাপতি(জেলা বিএনপি) ও ৩৩ গাইবান্ধা ০৫(সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. ফারুক আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু সহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, প্রয়াত দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি। এসময় তিনি ধানের শীষের বিজয়ের নিশ্চিতে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চান। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।



